১৭ মার্চ ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মযাদায় উদযাপন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনা’র কর্মসূচি-
তারিখ |
সময় |
কর্মসূচি |
১৫/০৩/২০২১ হতে ১৮/০৩/২০২১ |
সন্ধ্যা হতে ভোর পর্যন্ত |
একাডেমি ক্যাম্পাস ও প্রশাসনিক ভবন আলোকসজ্জা |
১৭/০৩/২০২১ |
সকাল ০৯:০০ ঘটিকা |
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ |
|
সকাল ১0:০০ ঘটিকা |
স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান প্রতিযোগিতা; শিশুদের আলোচনা সভা এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। |
|
বিকাল ০৪:০০ ঘটিকা |
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনা’র আয়োজনসমূহে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হলো ।
সুজন কুমার হাজং (সুজন হাজং)
পরিচালক
মোবাইল: ০১৮৯২-৮২২৯০৫
ইমেইল: knca.birisiri@yahoo.com
ওয়েবসাইট: kncabirisiri.portal.gov.bd