এক নজরে প্রতিষ্ঠান পরিচিতি
প্রতিষ্ঠানের নাম : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি
ঠিকানা : ডাকঘর: বিরিশিরি, উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোণা
প্রতিষ্ঠাকাল : ১৯৭৭ খ্রিস্টাব্দ
প্রাতিষ্ঠানিক মর্যাদা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ।
ফোন : ০১৮১১-৫০৯৩৪৭ (সহকারি পরিচালক)
ই-মেইল : knca.birisiri@yahoo.com
ওয়েব এড্রেস: kncabirisiri.portal.gov.bd
রূপকল্প (Vision): সংস্কৃতি চেতনায় আলোকিত ময়মনসিংহ বিভাগস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ।
অভিলক্ষ্য (Mission): সংস্কৃতির নিয়মিত চর্চা, উদ্বুদ্ধকরণ, সচেতনীকরণ, গবেষণা, পৃষ্ঠপোষকতা দান এবং সংরক্ষণের মাধ্যমে ময়মনসিংহ বিভাগস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় সংস্কৃতির যুগোপযোগী উন্নয়ন ও উৎকর্ষ সাধন।
কার্যাবলী : প্রতিষ্ঠানটি মূল দুটি শাখার মাধ্যমে তার কাজ সম্পাদন করে থাকে। একটি সাংস্কৃতিক শাখা এবং অন্যটি গবেষণা শাখা। এ ছাড়াও রয়েছে একটি ছোট্ট নৃ-তাত্ত্বিক মিউজিয়াম এবং লাইব্রেরী। বৃহত্তর ময়মনসিংহের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয়দের বিলীয়মান সংস্কৃতি সংরক্ষণ, অবিরত চর্চার মাধ্যমে তা ধরে রাখা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সংস্কৃতি-সচেতন হতে সহায়তা করা; বৃহত্তর সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিকাশে সহায়তা করা; তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা তথা সংস্কৃতি চর্চা, পরিচর্যা, লালন, বিকাশ এবং উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।
উদ্দেশ্য : বৃহত্তর ময়মনসিংহের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় জনগোষ্ঠীর বিলীয়মান সংস্কৃতি সংরক্ষণ, চর্চা, পৃষ্ঠপোষকতা দান ও প্রয়োজনীয় উন্নয়ন এবং জাতীয় সংস্কৃতির মূল স্রোতধারার সংগে সহবস্থান সাবলীল করণ ।
প্রতিষ্ঠানের আয়তন : ৩.২১ (তিন এক একুশ শতাংশ) একর
একাডেমীর জনবল : অনুমোদিত (নিয়মিত ও স্থায়ী) জনবলের সংখ্যা : ১৭
বর্তমানে কর্মরত: ১০ (দশ)
শূণ্য পদের সংখ্যা : ০৭ (সাত)
অস্থায়ী জনবল : ২০ জন (স্টাফ আর্টিস্ট)