ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণার উদ্যোগে একাডেমি অডিটরিয়ামে ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৩ তারিখ দু’দিনব্যাপী হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জনাব মোঃ আবুল মনসুর, মাননীয় সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব ২০২৩-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সুব্রত ভৌমিক, যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অঞ্জনা খান মজলিস, জেলা প্রশাসক, নেত্রকোনা ও সভাপতি, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা। দু’দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ‘দেউলী উৎসব ২০২৩’-এ বিভিন্ন স্থান থেকে হাজং সম্প্রদায়ের লোকজনসহ স্থানীয় গারো সম্প্রদায়ের লোকজন এবং আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।