Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ডিসেম্বর ২০২৩

২২/১২/২০২৩ তারিখ গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব ২০২৩ অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2023-12-22

২২ ডিসেম্বর ২০২৩ তারিখ একাডেমি অডিটরিয়ামে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব ২০২৩ জাকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় রুগালা। এই অনুষ্ঠানের মাধ্যমে গারোদের দেবতা মিসি সালজং যিনি গারোদের জন্য ফসলের বীজ দান করেছিলেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তার আরাধনার মাধ্যমে। বিকাল ২টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং তারপর সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা। এসময় বিভিন্ন স্থান থেকে আগত সাংস্কৃতিক দলসমূহ তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চসারথি আতাউর রহমান, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, লেখক, নাট্যনির্দেশক; চেয়ারম্যান, সংস্কৃতি বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ। সভাপতি :  গীতিকবি সুজন হাজং, পরিচালক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা। তিনি অনলাইনে জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন। উদ্বোধন করেন স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ। তিনিও জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন।

বিশেষ অতিথিবৃন্দ ছিলেন জনাব ব্রেঞ্জন চাম্বুগং, উপ-পরিচালক (উপসচিব), বাংলাদেশ স্টেশনারি অফিস, জনপ্রশাসন মন্ত্রণালয়; জনাব পারভীন আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা পরিষদ, দুর্গাপুর, নেত্রকোণা; জনাব রাজু আলীম, কবি, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব; চারু পিন্টু, বিশিষ্ট চিত্রশিল্পী, প্রচ্ছদশিল্পী।

সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন প্রিন্সিপাল রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক; বীর মুক্তিযোদ্ধা জনাব সোহরাব হোসেন তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর; কবি জন ক্রসওয়েল খকসী; কবি আবদুল্লাহ হক, সাবেক উপজেলা চেয়ারম্যান, দুর্গাপুর; প্রিন্সিপাল ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর মহিলা কলেজ; সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাশিদ, দুর্গাপুর সুসং সরকারি কলেজ; জনাব শ ম জয়নাল আবেদীন, সাবেক মেয়র, দুর্গাপুর পৌরসভা; জনাব সজয় চক্রবর্ত্তী, অ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট, ঢাকা;  জনাব রাখী দ্রং, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবক।