Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০২৪

বানাই সম্প্রদায়ের ‘বাস্তুপূজা উৎসব ২০২৪’ একাডেমিতে সাড়ম্বড়ে অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-03-03

বানাই সম্প্রদায়েরবাস্তুপূজা উৎসব ২০২৪

তারিখ: ০১ মার্চ ২০২৪, শুক্রবার

স্থান: একাডেমি অডিটরিয়াম

 

০১ মার্চ ২০২৪, শুক্রবার সকাল ১১:০০টায় বাস্তুপূজা অনুষ্ঠিত হয় এবং বেলা :০০ টা হতে রাত :০০টা পর্যন্ত আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আবুবকর সিদ্দিক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি মিনার মনসুর, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র; বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন জনাব নিলুফার ইয়াসমিন, উপসচিব, পরিমেয় ঐতিহ্য শাখাসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; জনাব এম. রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর; জনাব উত্তম চন্দ্র দেব, অফিসার ইন চার্জ, দুর্গাপুর থানা; আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ; বীর মুক্তিযোদ্ধা জনাব সোহরাব হোসেন তালুকদার, সদস্য, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি; জনাব বিশ্বেশ্বর বানাই, সভাপতি, বানাই কল্যাণ পরিষদ; ফাদার পাওয়েল কুচিউলেক, পরিচালক, ডনবস্কো কলেজ, বিরিশিরি; জনাব মৃণাল কান্তি বানাই, সদস্য, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এবং জনাব সুরভি মান্দা, সদস্য, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকবি সুজন হাজং, পরিচালক,  ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা।  

অনুষ্ঠানে বানাই সম্প্রদায়ের লোকজনসহ গারো, হাজং বাঙালী জনগোষ্ঠীর লোকজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।