Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০২৪

০৩ মার্চ ২০২৪ হদি সম্প্রদায়ের ‘বসন্তবর্ত (গাঁওবর্ত) উৎসব ২০২৪’ অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-03-04

হদি সম্প্রদায়ের ‘বসন্তবর্ত (গাঁওবর্ত) উৎসব ২০২৪’

তারিখ: ০৩ মার্চ ২০২৪, রবিবার

স্থান: একাডেমি অডিটরিয়াম

 

হদি সম্প্রদায়ের ‘বসন্তবর্ত (গাঁওবর্ত) উৎসব ২০২৪’ -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহনাজ সামাদ,  ‍যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়;  বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন জনাব নিলুফার ইয়াসমিন, উপসচিব, পরিমেয় ঐতিহ্য শাখা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; জনাব এম. রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি), দুর্গাপুর; আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ; জনাব আলী আহাম্মদ খান আইয়োব, লেখক, গবেষক ও ইতিহাসবিদ; বীর মুক্তিযোদ্ধা জনাব সোহরাব হোসেন তালুকদার, সদস্য, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল আজিজ; জনাব লিটন দেব সেন, সভাপতি, হদি কল্যাণ পরিষদ; জনাব রুমন রাংসা, অধ্যক্ষ, ডনবস্কো স্কুল এন্ড কলেজ, বিরিশিরি; জনাব সমীরণ কুমার সিংহ, সদস্য, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি;  জনাব সন্ধ্যারাণী হাজং, সদস্য, নির্বাহী পরিষদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি এবং কবি জন ক্রসওয়েল খকসী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকবি সুজন হাজং, পরিচালক,  ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি।

অনুষ্ঠানে হদি সম্প্রদায়ের লোকজনসহ গারো, হাজং ও বাঙালী জনগোষ্ঠীর লোকজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।